ছবিতে ট্রাম্পের বিজয় উদযাপন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উচ্ছসিত ট্রাম্প, তার পরিবারের সদস্য ও সমর্থকরা। নির্বাচনে বিজয় নিশ্চিতের পর ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জে ডি ভ্যান্স সবাইকে ‘ধন্যবাদ’ জানান।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটেও এগিয়ে রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। ৪৩৫ আসনের পরিষদে  এখন পর্যন্ত ১৯৮ আসনে এগিয়ে আছে রিপাবলিকানরা। আর ডেমোক্রেটিক দলের প্রার্থীরা এগিয়ে আছেন ১৮০টি আসনে।

ওয়েস্ট পাম বিচে ইলেকশন নাইট ওয়াচ পার্টিতে ট্রাম্প ও তার স্ত্রী মেলেনিয়া। ছবি: রয়টার্স।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫১টি আসন দরকার। রিপাবলিকান পার্টি এরইমধ্যে ৫২টি আসনে জয় নিশ্চিত করেছে।

ট্রাম্পের জয়ে উচ্ছসিত সমর্থকরা। ছবি: রয়টার্স।

লাগাতার তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করে প্রথম ও তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন ঘটনা শেষ ও একবারই ঘটেছিল ১৮৯২ সালে। তখন প্রেসিডেন্ট হয়েছিলেন গ্রোভার ক্লিভল্যান্ড। ফলে এবারের নির্বাচনে জয়ী হয়ে ১৩২ বছরের রেকর্ড ভেঙেছেন ট্রাম্প।

ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উল্লাস। ছবি: রয়টার্স।

নাইট ওয়াচ পার্টিতে ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স। ছবি: এপি।