বঙ্গবন্ধুকে ছোট করার ক্ষমতা কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত শোক দিবসের আলোচনাসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ অন্যরাবঙ্গবন্ধুকে কেউ ছোট করতে চাইলে তিনি নিজেই ছোট হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, বঙ্গবন্ধুকে ছোট করার ক্ষমতা কারও নেই। বঙ্গবন্ধু  নিজ মহিমায় উদ্ভাসিত।  বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ। তিনি জাতির পিতা, তিনি শ্রেষ্ঠ বাঙালি বলে স্বীকৃত হয়েছেন। কারণ বাঙালির জন্য একটি স্বাধীন দেশের তিনিই প্রথম রূপকার।’ তিনি  বলেন, ‘আমাদের সরকারের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করেছেন শেখ হাসিনা। আমরা বাঙালি জাতি প্রজন্ম থেকে প্রজন্ম কলঙ্কিত থাকতাম জনকের হত্যাকারী হিসেবে। শেখ হাসিনা প্রজন্মকে কলঙ্কমুক্ত করেছেন।’

আমির হোসেন আমু বলেন, ‘দেশকে যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এরপর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। সংবিধানের মূলনীতি মুছে ফেলার চেষ্টা হয়। এসবের মধ্য দিয়ে প্রমাণিত হয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কোনও ব্যক্তি ও শুধু একটি পরিবারকে নিয়ে নয়, এ হত্যাকাণ্ড ছিল গোটা বাঙালি জাতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও একই কারণে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে।’ 

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের  (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান প্রমুখ।

/জেএ/এমএনএইচ/