তামাকবিরোধীদের প্রতিবাদে বুয়েটে ‘ব্যাটেল অব মাইন্ড ২০১৭’ এর রোড শো বন্ধ

তামাকবিরোধীদের দাবির মুখে ‘ব্যাটেল অব মাইন্ড ২০১৭’ এর ক্যাম্পাসভিত্তিক রোড শো অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিএটিবি ২০০৪ সাল থেকে মূলত ব্রান্ড প্রমোশন, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করে, বলে অভিযোগ তামাকবিরোধীদের।

তামাকবিরোধী সংগঠনসমূহের মানববন্ধনবেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞানের (প্রজ্ঞা) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, তামাকবিরোধী সংগঠন প্রত্যাশা, এইড ফাউন্ডেশন, একলাব, ডব্লিউবিবি ট্রাস্ট, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস, বাংলাদেশ তামাকবিরোধী জোট, তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ), ঢাকা আহছানিয়া মিশন, টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেল (টিসিআরসি) এবং প্রজ্ঞা রোড শো বন্ধে বুয়েট প্রাঙ্গণে বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

এর আগে, গত ৩ অক্টোবর টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম ‘ব্যাটেল অব মাইন্ড ২০১৭’ আয়োজনের বিষয়টি উন্মোচন করে গণমাধ্যমসহ সকল তামাকবিরোধী প্রতিষ্ঠানের কাছে একটি সতর্কবার্তা প্রেরণ করে প্রজ্ঞা। কর্মসংস্থানের অজুহাতে প্রতিবছরের মতো গত ১০ অক্টোবর থেকে ‘ব্যাটল অব মাইন্ড ২০১৭’ আয়োজন শুরু করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। প্রতিযোগিতার অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রচারণামূলক রোড শো আয়োজনের উদ্যোগ নিয়েছিলো বিএটিবি।

উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় তামাক কোম্পানির নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতীক ব্যবহার করে এ ধরনের কোনও প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ।