মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন পাঁচ চিকিৎসক

চিকিৎসকদের হাতে সম্মননা তুলে দেওয়া হচ্ছেমুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা সম্মাননা পেয়েছেন দেশের পাঁচজন চিকিৎসক। তারা হলেন- অধ্যাপক ডা. আবুল কাশেম মিয়া, মেজর (অব.) ডা. আখতার আহমেদ (বীরপ্রতীক), অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, ডা. এ.বি.এম শফিকুল ইসলাম ভুঁইয়া, ডা. কাজী রবিউল হক ও ডা. সৈয়দ খলিলুল্লাহ। শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর ‘বার্ষিক সাধারণ সভা ও চিকিৎসক মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০১৮’ তে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী ও বিশেষ অতিথি ডা. সারওয়ার আলী।

লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী বলেন, ‘এ দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। সে সময় দেশের চিকিৎসক সমাজও প্রশংসনীয় ভূমিকা রাখে।’

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর সভাপতি বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও পরিবেশকর্মী অধ্যাপক এম আবু সাঈদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সংগঠনের প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলামসহ আয়োজক সংগঠনের নেতা, চিকিৎসক, পরিবেশবিদ, বিভিন্ন পরিবেশবাদী, লেখক, গবেষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।