‘ক্যান্সার গবেষণার তথ্য চিকিৎসকদের মাঝে ছড়িয়ে দিতে হবে’

বৈজ্ঞানিক অধিবেশনবিশ্বব্যাপী হওয়া ক্যান্সার সংক্রান্ত গবেষণার সাফল্য সকল চিকিৎসকের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)  উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, ‘এতে ক্যান্সার আক্রান্ত রোগীরা উপকৃত হবেন।’

রবিবার (৯ ডিসেম্বর) বিএসএমএমইউ’র ‘ট্রান্সলেশনাল অনকোলজি: ফাংশনাল ইমেজিং, এ ক্লিনিক্যাল পারসপেকটিভ’ শীর্ষক বৈজ্ঞানিক অধিবেশনে তিনি এসব কথা। শহীদ ডা. মিলন হলে অনকোলজি বিভাগের উদ্যোগে এই বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারোয়ার আলমও উপস্থিত ছিলেন।

‘দ্যা ইন্টিগ্রেশন অব মলিকিউলার ইমেজিং ইন ক্যান্সার কেয়ার’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের রুডি ভারব্রুগেগন।

প্রায় দুইশ জন ক্যান্সার চিকিৎসক এতে অংশগ্রহণ করেন।