রায়হানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চান বাবা-মা

রায়হানক্যান্সার আক্রান্ত রায়হানের (৮) চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা। কুড়িগ্রামের উলিপুরের মণ্ডলের হাট গ্রামের মুসুল্লি পাড়ায় তাদের বাড়ি।

রায়হানের মা আয়শা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ বছর আগে আমার ছেলের ঘাড়ে ক্যান্সার হয়। তখন চিকিৎসক তার চারবার সার্জারি করেন। ২৫টি থেরাপি দিয়েছেন, এরপর সে সুস্থ হয়েছে বলে জানান। গত মাস তিনেক আগে ওর মাথায় ছোট-ছোট ঘা দেখা দেয়। ঘায়ে পচন ধরেছে। এখন তাকে ঢাকায় নিয়ে যেতে বলে। কিভাবে নেবো? আমাদের তো টাকা-পয়সা নাই।’

আয়শা খাতুন বলেন, ‘গত এক মাস ধরে আমরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছি। এখান থেকে ঢাকায় যেতে বলছে। কিভাবে যাবো? ওর বাবা ক্ষেতে কাজ করে যা পায় সবই তো ওর চিকিৎসায় শেষ হয়ে গেছে।’

দিনমজুর বাবা নুরনবী এবং মা আয়শা খাতুন তার ছেলের জন্য আর্থিক সহযোগিতা চান। সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নম্বর -  ০১৯৬২১২৬৭৬৯।

গত শুক্রবার রায়হানকে নিয়ে ওর মা আয়শা খাতুন কুড়িগ্রাম প্রেস ক্লাবে যান। এসময় তিনি সেখানকার প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন বলে জানান কুড়িগ্রামের সাংবাদিক লাইলী বেগম।

লাইলী বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শিশুটির চোখের দিকে তাকিয়ে নিজেই ভয়ে কুঁকড়ে যাই। কোথা থেকে যেন শিশুটির মা খবর পেয়েছে, সাংবাদিকদের কাছে গেলে তারা সহযোগিতা করবেন। তাই তিনি আমাদের কাছে ছুটে এসেছেন।’