স্বাস্থ্যসেবায় জাতীয় পুরস্কার পেলো শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন প্রফেসর ডা. এম এ মান্নানবিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আর ডব্লিউএইচও’র উদ্যোগে স্বাস্থ্যসেবায় হেলথ মিনিস্টার’স ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০১৮ দেওয়া হলো। দেশব্যাপী বিশেষায়িত হাসপাতালগুলোর মধ্যে এটি পেয়েছে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট। গত ৭ এপ্রিল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে পুরস্কারটি তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

মঞ্চে হেলথ মিনিস্টার’স ন্যাশনাল অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. এম এ মান্নান। তিনি বলেন, ‘এই অর্জন শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সব স্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’

প্রফেসর ডা. এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ১৯৯৯ সালের ২০ মার্চ শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। তিনি আশ্বাস দিয়েছেন, ‘সেবার মানের ক্ষেত্রে প্রতিদিন এগিয়ে যাওয়ার জয়যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বুধবারের অনুষ্ঠানে আরও অংশ নেন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা খাতের বৈশ্বিক উন্নয়ন সহযোগীরা। অতিথিরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় ইউএইচসি (ইউনিভার্সাল হেলথ কভারেজ) অর্জনের জন্য তাদের সমর্থন প্রকাশ করেন।