ঢামেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত নারীর মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক নারী মারা গেছেন। তার নাম মৌসুমি আক্তার (২৫)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি মারা যান।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতের স্বামীর নাম মো. মামুন। তাদের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। বর্তমানে রাজধানীর আগারগাঁও তালতলার মোল্লাপাড়া এলাকায় থাকেন।

মামুন জানান, তার স্ত্রী কিছু দিন যাবৎ ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। বুধবার (১৪ আগস্ট) মহাখালী টিবি হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। ঢামেকের জরুরি বিভাগের আইসিইউতে নেওয়ার পর সকাল সোয়া ১১টায় তিনি মারা যান।