২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৬ ডেঙ্গু রোগী

ডেঙ্গু-১ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (১৫ নভেম্বর সকাল ৮টা থেকে ১৬ নভেম্বর সকাল ৮টা) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৬ জন। শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

কন্ট্রোল রুম থেকে আরও জানানো হয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) নতুন ডেঙ্গু রোগী ছিলেন ৯৭ জন। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর শুক্রবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ জনের নিচে নেমে আসে। তবে, গত ২৪ ঘণ্টায় আবার হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৩৬ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি আছেন ৩৪ জন। আর ঢাকার বাইরে সারাদেশে ভর্তি আছেন ৬৫ জন।

নভেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৪০ জন।

চলতি বছরে ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৬৩৬ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৭১৪ জন।

স্বাস্থ্য অধিদফতর বলছে, ‘চলতি বছরের জানুয়ারিতে ৩৮ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন, মার্চে ১৭ জন, এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে এক হাজার ৮৮৪ জন, জুলাইতে ১৬ হাজার ২৫৩ জন, আগস্টে ৫২ হাজার ৬৩৬ জন, সেপ্টেম্বরে ১৬ হাজার ৮৫৬ জন, অক্টোবরে আট হাজার ১৪৩ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখানে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে ডেথ রিভিউ কমিটি। এরপর কমিটি ১১২ জনের মৃত্যুর কারণ ডেঙ্গু বলে নিশ্চিত করেছে।