নতুন ডেঙ্গু রোগী ১২০ জন

ডেঙ্গু-১নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (১৭ নভেম্বর সকাল ৮টা থেকে ১৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত)  হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১৬৬ জন।  সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানা গেছে।

কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি হওয়া ১২০ জনের ভেতরে ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। আর ঢাকা মহানগরীর বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৭২ জন। অন্যদিকে, ছাড়পত্র নেওয়া ১৬৬ জনের মধ্যে ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৫৯ জন। ঢাকা মহানগরীর বাইরে সারাদেশে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১০৭ জন।

কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার  বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৬ দশমিক এক শতাংশ কমেছে।’

এদিকে, বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালগুলোয় ভর্তি আছেন ৬০৮ জন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ২৮০ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৩২৮ জন। সারাদেশে ছাড়পত্র মোট রোগীর সংখ্যা শতকরা ৯৯ দশমিক এক শতাংশ।

নভেম্বর মাসে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৮০৩ জন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। সেখানে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে ডেথ রিভিউ কমিটি। এরপর কমিটি ১১২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে।