ইউরোপ থেকে আসা ৯৪ জন হজ ক্যাম্পে

হজ ক্যাম্প (ছবি: ইন্টারনেট থেকে)

নিষেধাজ্ঞা না মেনেই ইউরোপ থেকে ৯৪ জন যাত্রী নিয়ে বাংলাদেশে এসেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। সেই ফ্লাইটের যাত্রীদের পরীক্ষার জন্য হজ ক্যাম্পে নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৮ জন ইতালি থেকে এসেছেন বাজি ৩৬ জন জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে এসেছেন।

এয়ারলাইন্সটির কিউআর-৬৩৪ ফ্লাইটে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটের যাত্রীদের পরীক্ষার জন্য হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনও এয়ারলাইন্স। যদি কোনও এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে, তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।

এই ফ্লাইটের যাত্রীদের ফেরত পাঠানো হবে কিনা এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সোমবার দুপুরে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, আমরা ইউরোপ থেকে যাত্রী আনতে নিষেধ করেছিলাম। এই ফ্লাইটটি যাত্রী নিয়ে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চায়, মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। সিভিল এভিয়েশন থেকে কাতার এয়ারওয়েজের প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়েছে। তাদের দেশের সিভিল এভিয়েশনকেও এ ব্যাপারে অসন্তোষের কথা জানাবো। এরপর আর কোনও ফ্লাইটকে কোনোভাবেই নামতে দেওয়া হবে না।