করোনা পরিস্থিতির অবনতি হলেই লকডাউন

90054652_676288629794368_3758686241923530752_nদেশে করোনা পরিস্থিতির অবনতি হলেই লক ডাউন করা হবে। এই মুহূর্তে সব জায়গা চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে মাদারিপুর ও ফরিদপুর প্রথমে লকডাউন করা হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এখন পর্যন্ত দেশে ৫ হাজারের বেশি লোককে করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে। আমাদের দুই হাজারের মতো রাখার জায়গা রয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে লকডউন করা হবে।

মন্ত্রী বলেন, ‘ইউরোপ থেকে ফেরার সব পথ বন্ধ শুধু খোলা ছিল যুক্তরাজ্য। সেটিও দুই একদিনের মধ্যে বন্ধ করা হবে। এই মুহূর্তে পর্যটন স্পট বন্ধ, ক্লাব বন্ধ, সিনেমা হল বন্ধ, বিয়ের অনুষ্ঠান বড় করে করা যাবে না। আমরা চাই না করোনা ভাইরাস ছড়িয়ে পড়ুক।’

এ সময় জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং এর অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।