হোমিওপ্যাথির জন্য তিন দাবি

1বিশ্বের বিভিন্ন দেশে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু সম্ভাবনা থাকার পরেও বাংলাদেশে এই চিকিৎসা ব্যবস্থা অবহেলিতই থেকে গেছে। সহজলভ্যতা ও পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় দেশের ৩০ শতাংশ মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসায় আস্থা রাখেন।
বুধবার ( ৩০ সেপ্টেম্বর) ‘করোনা প্রতিরোধে হোমিওপ্যাথিক চিকিৎসার ভূমিকা ও উন্নয়ন’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই দাবি জানায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব এবং মূল প্রবন্ধ উপস্থাপন করনে বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।
সেখানে তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে হোমিওপ্যাথি চিকিৎসা সফল হয়েছে। করোনাভাইরাসসহ বিভিন্ন বৈশ্বিক মহামারি প্রতিরোধ এবং এই চিকিৎসা ব্যবস্থাকে আরও জনপ্রিয় করে তুলতে হোমিওপ্যাথির উচ্চতর গবেষণার জন্য জাতীয় রিসার্চ সেন্টার, উচ্চতর শিক্ষার জন্য হোমিওপ্যাথিক মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং আধুনিক হোমিওপ্যাথি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের নেতারা।