সুস্থতা ও মৃত্যু কমেছে

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

দেশে করোনা সংক্রমণ শুরুর পর ৪২তম সপ্তাহে নমুনা পরীক্ষা ও শনাক্তের হার বাড়লেও সুস্থতা ও মৃত্যুর হার ৪২তম সপ্তাহ থেকে হ্রাস পেয়েছে। রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
সপ্তাহের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৪১তম সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ৮১ হাজার ৭২৩টি। এই সময় শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০৮ জন, সুস্থ হয়েছেন ১১ হাজার ২৯৬ জন এবং মারা গেছেন ১৭৫ জন। ৪২তম সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ৯০ হাজার ১৭৪টি। এই সময় শনাক্ত হয়েছেন ১০ হাজার ২২২ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৩৩ জন এবং মারা গেছেন ১৪৬ জন।
রিপোর্ট তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ৪১তম সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। এছাড়া শনাক্ত বেড়েছে ৭ দশমিক ৫১ শতাংশ, সুস্থতা কমেছে ৩ দশমিক ২১ শতাংশ আর মৃত্যু কমেছে ১৬ দশমিক ৫৭ শতাংশ।