করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

অধ্যাপক ডা. এম এ জলিলকরোনায় আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ জলিল মারা গেছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএমএ এক শোকবার্তায় জানায়, ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী অধ্যাপক ডা. এম এ জলিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ্যের দায়িত্ব পালন করেছেন।

বিএমএ আরও জানিয়েছে, এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৫৩ জন চিকিৎসক, এক হাজার ৯৬৮ জন নার্স ও তিন হাজার ২৭১ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী।

বিএমএ-এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, শুধু চলতি অক্টোবর মাসেই আট জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।