‘স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ কমানো যাবে না’

স্বাস্থ্যবিধি না মানলে ও জনগণের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে করোনা সংক্রমণ কমানো যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (৫ মে) স্বাস্থ্য অধিদফতরের টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা পরিস্থিতির উন্নতি করতে চাইলে অবশ্যই দুটি বিষয় নিশ্চিত করতে হবে। এর একটি হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা। দ্বিতীয়ত, জনসাধারণের চলাচল সীমিত করতে হবে। এই দুটি বিষয়ের বাস্তবায়ন না করতে পারলে সংক্রমণের হার কমানো যাবে না। এটা যেকোনও সময় আরও বেড়ে যেতে পারে। এজন্য সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’