‘বারডেমের রোগীর ব্ল্যাক ফাঙ্গাস কিনা জানতে অন্তত ৮ দিন লাগবে’

তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা সন্দেহ করছি, ‘ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে তিনি মারা গেছেন। আমরা কনফার্ম করছি না।’ বারডেম হাসপাতালের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘নিশ্চিত করতে অন্তত সাত থেকে আট দিন সময় লাগবে।’

ডা. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্দের করছি যিনি মারা গেছেন, তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, এর বেশি কিছু না। তার নিউমোনিয়া ছিল, এতে করে আমাদের সন্দেহ হয়। মারা যাওয়ার পর যে পরীক্ষাগুলো আমরা পাঠিয়েছি তাতে কিছু কিছু আলামত পাওয়া গেছে। কিন্তু কনফার্ম করতে হলে তার কালচার লাগবে এবং এতে অন্তত সাত থেকে আট দিন সময় লাগবে।’

‘পরীক্ষা ছাড়া আমরা কনফার্ম করতে পারি না, আমাদের সন্দেহ হচ্ছে— তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা গেছেন’, বলেন তিনি।

ডা. দেলোয়ার হোসেন বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার জন্য মেডিক্যাল বোর্ড হয়েছিল। এখন আইইডিসিআরের একটি টিম এখানে কাজ করছে। সেই সঙ্গে এই হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়েছে। সেখানে কাজ চলছে।’

তাহলে কিসের ভিত্তিতে এমন সন্দেহ হলো জানতে চাইলে তিনি বলেন, ‘স্ট্রেইনিং এর রিপোর্ট পেয়েছি, কিন্তু কালচার রিপোর্ট পাইনি এখনও। স্ট্রেইনিং এর ব্ল্যাক ফাঙ্গাসের আলামত পাওয়া গেছে। ব্ল্যাক ফাঙ্গাসে মারা গেছেন এটা কনফার্ম না, আমরা সন্দেহ করছি।’

বারডেমের যুগ্ম পরিচালক নাজিমুল ইসলাম একই তথ্য দিয়ে বলেন, ‘মৃত রোগী করোনা আক্রান্ত ছিলেন। কনফার্ম ডায়াগনোসিস না যে ব্ল্যাক ফাঙ্গাস। নিশ্চিত করতে আরেও ৩ থেকে ৫ দিন লাগবে। মারা যাওয়া রোগীর কালচার না পাঠালে নিশ্চিত ব্ল্যাক ফাঙ্গাস কিনা তা বলা মুশকিল।’