‘সীমান্তবর্তী দেশ থেকে এলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আবশ্যক’

দেশে করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। বিশেষ করে ভারতীয় ভ্যারিয়েন্ট তথা ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ ঘটেছে। প্রথমে সীমান্তবর্তী এলাকা এবং পরে সেটা আরও বিস্তার লাভ করেছে।

আর তাই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সীমান্তবর্তী দেশ থেকে কেউ এলে তাকে অবশ্যই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ বুধবার ( ২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল ব্রিফিং এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

একইসঙ্গে সংক্রমণের এই ঊর্ধ্বমাত্রায় জনগমাগম হয় এমন যেকোনও ধরণের অনুষ্ঠান (বিবাহত্তোর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান) বন্ধ রাখার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদফতর।

অধ্যাপক রোবেদ আমিন বলেন, ঢাকার বাইরে করোনা সংক্রমণ অত্যন্ত খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখার জন্য বাস, ট্রেনসহ সব চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আর দেশের বাইরে থেকে যারা আসছেন তাদেরকে প্রাতিষ্ঠানিক এবং কাউকে কাউকে বাড়িতে কোয়ারেন্টিনের জন্য বলা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার বলা হচ্ছে, কোয়ারেন্টিন এবং আইসোলেশন হতে হবে ১৪ দিনের। এই ১৪ দিনের মধ্যে পুরো ১৪ দিনই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করতে পারলে সবচেয়ে ভালো জানিয়ে তিনি বলেন, বিশেষ করে সীমান্তবর্তী দেশগুলো থেকে যারা আসবেন তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন অবশ্য, অবশ্যই পালনীয়।