ঢাকার সরকারি ৫ হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই

রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড অন্যতম বড় পাঁচটি হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই। আজ বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন আট হাজার ৮২২ জন। যা কিনা দেশে মহামারিকালে একদিনে রোগী শনাক্তের নতুন রেকর্ড। আর নতুন শনাক্তের প্রায় অর্ধেকই ঢাকা বিভাগের। বিভাগটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন চার হাজার ৩৬২ জন, তার মধ্যে আবার ঢাকা মহানগরীতে শনাক্ত হয়েছেন তিন হাজার ২৫৯ জন।

বিজ্ঞপ্তিতে অধিদফতর জানায়, রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসিইউ বেডের সংখ্যা ১০টি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০টি, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে ২৪টি, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০টি এবং রাজারবাগ পুলিশ হাসপাতালের ১০ বেড রয়েছে। বর্তমানে এই বেডগুলোর সবগুলোতেই রোগী ভর্তি। একইসঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সাধারণ ২৭৫ শয্যার মধ্যে অতিরিক্ত রোগী ভর্তি আছেন ১৩ জন।

এছাড়া, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাপসাতালের ২৬ আইসিইউ বেডের মধ্যে ছয়টি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেডের মধ্যে নয়টি, সরকারি কর্মচারি হাসপাতালের ছয়টি বেডের মধ্যে একটি, জাতীয় হৃদরোগ ইন্সটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে দুটি, টিবি হাসপাতালের পাঁচ বেডের মধ্যে তিনটি, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের ১০ বেডের মধ্যে পাঁচটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে একটি আর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের ২১২টি বেডের মধ্যে খালি রয়েছে ১১২টি বেড।

অর্থ্যাৎ, রাজধানী ঢাকার অন্যতম ১৬টি হাসপাতালের ৩৮৪টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে ১৩৯টি বেড।