X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

উত্তরের ৩০ ও দক্ষিণের ৩৫ ওয়ার্ডে এডিসের লার্ভা মাত্রাতিরিক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৩, ১৯:১৩আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৯:২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০টি ওয়ার্ডে এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৫টি ওয়ার্ডে এডিস মশার লার্ভার ঘনত্ব ব্রুটো ইনডেক্সে ২০ এর ওপরে পেয়েছে স্বাস্থ্য অধিদফতর।  বুধবার (৪ অক্টোবর) বর্ষা পরবর্তী এডিস সার্ভের ফলাফলে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। 

কোনও এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব হিসাব করা হয় ব্রুটো ইনডেক্সের মাধ্যমে। ব্রুটো ইনডেক্স যদি ২০-এর বেশি হয় তবে তা উচ্চমাত্রার ঝুঁকি। আর হাউস ইনডেক্স যদি ১০-এর বেশি হয় তবে তা ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।

জরিপের তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) প্রোগ্রাম অপারেশন অ্যাডভাইজর ড. মো. মুশফিকুর রহমান। জরিপের তথ্য বলছে, উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড (তেজগাঁও শিল্প এলাকা, বেগুনবাড়ী, কুনিপাড়া) লার্ভার ঘনত্ব ব্রুটো ইনডেক্স ৬০। ৬ নম্বর ওয়ার্ডে (পল্লবী, বর্ধিত পল্লবী, নতুন পল্লবী সেকশন-৭, মিল্কভিটা রোড, সুজাতনগর, হরুনাবাদ, মল্লিকা হাউজিং আরামবাগ, আরিফাবাদ, ছায়ানীড়, সেকশন-৬, ব্লক-সি, ব্লক-ডি, ব্লক-ই, ব্লক-ট, ব্লক-ঝ, আলুব্দী, দুয়ারীপাড়া, ৬-জ, রূপনগর টিনশেড ও ইষ্টান হাউজিং এর  দ্বিতীয় পর্ব  এলাকা) ব্রুটো ইনডেক্স  ৪৮ দশমিক ৯।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে (মিন্টু রোড, কাকরাইল, সার্কিট হাউস রোড, সিদ্ধেশ্বরী রোড ও লেন, মগবাজার এলিফ্যান্ট রোড, মগবাজার ইস্পাহানি কলোনি, নিউ ইস্কাটন রোড, ইস্কাটন গার্ডেন রোড, আমিনাবাদ কলোনি ও ইস্টার্ন হাউজিং অ্যাপার্টমেন্ট, বেইলি স্কয়ার ও বেইলি রোড, বাজে কাকরাইল, ডি.টি. কলোনি ও পশ্চিম মালিবাগ) ব্রুটো ইনডেক্স ৭৩ দশমিক ৩৩।

২০ নম্বর ওয়ার্ড (সেগুন বাগিচা, তোপখানা রোড, বঙ্গবন্ধু এভিনিউ ও রেস্ট হাউজ, টি. বি. ক্লিনিক এলাকা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও আবাসিক এলাকা, হাইকোর্ট স্টাফ কোয়ার্টার ও সোহরাওয়ার্দী উদ্যান, ফুলবাড়িয়া স্টেশন পূর্ব এলাকা, পশ্চিম ফুলবাড়িয়া এবং সেক্রেটারিয়েট রোড, আব্দুল গণি রোড এবং সচিবালয় স্টাফ কোয়ার্টার, পশ্চিম পুরাতন রেলওয়ে কলোনি, রেলওয়ে হাসপাতাল এলাকা, ইস্টার্ন হাউজিং এবং টয়েনবি সার্কুলার রোড, রমনা গ্রিন হাউজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং আবাসিক এলাকা, নজরুল ইসলাম হল, আহসান উল্লাহ হল, তিতুমীর হল, ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল (ফজলে রাব্বি হল), শেরে বাংলা হল (প্রকৌশল বিশ্ববিদ্যালয়), সোহরাওয়ার্দী হল (প্রকৌশল বিশ্ববিদ্যালয়), শহীদুল্লাহ হল (ঢাকা বিশ্ববিদ্যালয়), ফজলুল হক হল, ড. এম এ রশিদ হল, শহীদ স্মৃতি হল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রী হল, শাহবাগ (আংশিক) এলাকায় ব্রুটো ইনডেক্স ৭০ পাওয়া গিয়েছে। 

ঢাকা উত্তর সিটির ৩০টি ওয়ার্ডের মধ্যে আছে—১, ৩ , ৪, ৫, ৬ , ৭, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৯, ৩০, ৩১, ৩২,৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯ এবং ৪১ নম্বর ওয়ার্ড।

ঢাকা দক্ষিণ সিটির ৩৫টি ওয়ার্ডের মধ্যে আছে—১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১৩, ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩৪, ৩৬, ৩৭, ৩৯, ৪২, ৪৩, ৪৫, ৪৬, ৫২, ৫৪, ৫৫, ৫৬ এবং ৫৯ নম্বর ওয়ার্ড।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির বলেন, হাউজ ইনডেক্স বাদ দিলে ৮০ শতাংশই কিন্তু বাড়ির বাইরে পাওয়া গেছে। সমস্যাটি বাসাবাড়ির ভেতরে বলে এড়িয়ে যাওয়া সুযোগ নেই। আমাদের শুধু বাসা-বাড়িতেই আছে ২০ শতাংশের ওপরে। যদি আমরা বেইজমেন্ট, ফ্লাডেড ফ্লোর সব মিলিয়ে ধরে নেই, তাহলে সেটি হবে ৩০ থেকে ৩৫ শতাংশ। সুতরাং ৬৫ শতাংশই কিন্তু বাড়ির বাইরে পাওয়া যাচ্ছে। বাড়ির বাইরে নানা রকম কন্টেইনার যেমন প্লাস্টিক কন্টেইনার, টায়ার টিউব আছে। ফ্লোরের পানিতে তো খুব সহজে শুকিয়ে ফেলা যায়।

তিনি আরও বলেন, বাড়ির ফ্লোরের পানি শুকিয়ে সেখানে কমানো যায় লার্ভার বংশবৃদ্ধি। পাশাপাশি সারা শহরে যদি ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কন্টেইনারগুলো সমূলে উৎপাটন করা না যায় তাহলে কিন্তু খুব কঠিন হবে। ডেঙ্গু কমার লক্ষণ আমরা কোনোভাবে দেখছি না। আমাদের এই সার্ভের লক্ষ্য হচ্ছে অ্যাকশন প্ল্যান ঠিক করা। আমরা যদি আমাদের কৌশল ঠিক না করি, কন্টেইনারের বিষয়ে পদক্ষেপ না নেই তাহলে কিন্তু রোগ কমাতে পারবো না। সেজন্য সমন্বিত উদ্যোগ খুবই জরুরি।

অধ্যাপক আহেমদুল কবির বলেন, তাপমাত্রা না কমলে এডিস মশার বংশবৃদ্ধি কমবে না। এখনও কিন্তু শরৎকাল, গরম আছে এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বলা যাবে না যে পরিস্থিতি সহনীয় পর্যায়ে কবে আসবে। বৃষ্টি না কমলে, ঠাণ্ডা না পড়া পর্যন্ত এটি কমবে না।  

/এসও/এফএস/
সম্পর্কিত
নয়াপল্টনে সমাবেশের ‘মৌখিক অনুমতি’ পেলো বিএনপি
খিলগাঁওয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কিডনি ও মানবপাচারের তথ্য এখনও মেলেনি: ডিবি
সর্বশেষ খবর
রাশিয়াকে আটকাতে যা বললেন জেলেনস্কি
রাশিয়াকে আটকাতে যা বললেন জেলেনস্কি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ
দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ
ধান কাটার সময় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
ধান কাটার সময় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন