করোনাভাইরাস

ফের চার বিভাগে দৈনিক শনাক্ত হাজারের বেশি

ঈদের ছুটি শেষে করোনার নমুনা পরীক্ষা ফের বেড়েছে। সাথে বেড়েছে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও।

স্বাস্থ্য অধিদফতর আজ রবিবার (২৫ জুলাই) জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। আর তাদের মধ্যে দেশের আট বিভাগের চার বিভাগেই শনাক্ত হয়েছেন হাজারের উপরে বেশি রোগী। তাদের মধ্যে আবার কেবল ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি রোগী। বাকী তিন বিভাগের মধ্যে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে ঢাকা বিভাগে চার হাজার ৭৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৬৬৭ জন, রাজশাহী বিভাগে এক হাজার ছয়জন, রংপুর বিভাগে ৯২০ জন, খুলনা বিভাগে এক হাজার ২৭৮ জন, বরিশাল বিভাগে ৭৬৬ জন, আর সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৪৪০ জন।