অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের জন্য কোন টিকা কার্যকর ভাবছে স্বাস্থ্য অধিদফতর

অন্তঃসত্ত্বা ও দুগ্ধদানকারী মায়েদের আগামী সাত আগস্ট থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সেইসঙ্গে তাদের জন্য কোন টিকা বেশি কার্যকর সে নিয়ে কাজ করা হচ্ছে।

বুধবার ( ৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক খুরশিদ আলম বলেন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের আগামী সাত আগস্ট থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে না, তাদের জন্য কোন টিকা বেশি কার্যকর তা ভেবে এটা দেয়া হবে।

এর আগে অন্তঃসত্ত্বা এবং যেসব মা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন তাদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করে জাতীয় টিকা পরামর্শক কমিটি নাইট্যাগ।

গত ২ জুলাই নাইট্যাগের সদস্য ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন,  গত শনিবার আমাদের বৈঠক ছিল। আমরা সুপারিশ করলাম, অন্তঃসত্ত্বা, প্রসূতি ও যেসব মা সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন তাদের টিকা দেওয়া হোক।

নাইট্যাগের ওই সুপারিশ স্বাস্থ্য অধিদফতরের কাছে পৌঁছেছে জানিয়ে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক খুরশিদ আলম বলেন, এটা নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত টিকা দেয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের এনআইডি নেই, তারা এনআইডি অফিসে আবেদন করলে দ্রুত তা দেওয়া হবে। 

এদিকে টিকা মজুতের বিষয়ে তিনি জানান, অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধনের পরও যারা টিকা পেতে মোবাইলে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানে আইসিটি বিভাগকে বলা হয়েছে।