বনানী বিদ্যা নিকেতনে গণটিকা কার্যক্রমের উদ্বোধন মেয়র আতিকের

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকালে বনানী বিদ্যা নিকেতন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (২য় পর্যায়) এর মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করে ডিএনসিসি। কার্যক্রমটি পরিচালনার দায়িত্বে ছিল নারী মৈত্রী, পি.এ-১।

এতে দেখা গেছে, টিকা প্রত্যাশীরা সামাজিক দূরত্ব বজায় রেখে দীর্ঘ লাইনে অপেক্ষা করে একেক করে টিকা নিচ্ছেন। কর্মসূচিতে বেশ কিছু স্বেচ্ছাসেবক কাজ করছেন। এতে কেউ অসুস্থ হয়ে পড়লে তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আজ (৭ আগস্ট) থেকে ১২ আগস্ট পর্যন্ত আপনারা সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ করুন। সরকারের ঘোষণা অনুযায়ী সবাইকে টিকার আওতায় আনা হবে। তবে আপাতত প্রাপ্ত বয়স্করা টিকা গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, নারী অগ্রাধিকার পাবেন।’ তবে কেউ অসুস্থ থাকলে তাকে টিকা গ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করেন মেয়র।