ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যু, ১১ দিনে শনাক্ত আড়াই হাজার

চলতি বছরে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। এর ফলে জুলাইয়ের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু। আগস্টের ১১ দিনে ২ হাজার ৫৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি এখনও পর্যন্ত এই বছরের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গ শনাক্ত হয়েছে ২১৩ জন। এদের মধ্যে ১৮৮ জনই ঢাকার, আর ঢাকার বাইরে ২৫ জন। এছাড়া এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে ২২ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যু সংক্রান্ত তথ্য পর্যালোচনা শেষ করেনি এবং একটি মৃত্যুও ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।

বুধবার  (১১ আগস্ট)  স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯০৭ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৮৪১ জন, আর বাকি ৬৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। অধিদফতরের তথ্যমতে,  চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত ৫ হাজার ১৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ২৬৩ জন।