অ্যাস্ট্রাজেনেকার সোয়া লাখ প্রথম ডোজ দেওয়া হলো আজ

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৩১৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ১২ লাখ ৭৬ হাজার ৪১৪ ডোজ  টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৫ লাখ ৫৬ হাজার ৩০৯ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার ২০৩ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৬৮ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২২ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৯ হাজার ৯৭৪ ডোজ।

এছাড়া ১ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ১ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৭৭ হাজার ৩২৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮২ হাজার ৩৫০ জন।  

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩৫ লাখ ৪৮ হাজার ১৩৮ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫ হাজার ৩৮০ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন।