ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৯২ জন। এরমধ্যে ঢাকায় ১৬২ জন এবং ঢাকার বাইরে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭১ জন, এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। আর এই মাসে এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭৩৯ জন।
সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯২২ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ৭৪৩ জন, আর বাকি ১৭৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত ১৮ হাজার ৯৩৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৪৩ জন।