৬২ জেলায় শনাক্ত এক অঙ্কের ঘরে

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে সরকারি হিসেবে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ৩০০ এর নিচে রোগী কমার সঙ্গে সঙ্গে দৈনিক শনাক্ত হার নেমে এসেছে দুই এর নিচে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, এ সময়ে রোগী শনাক্তের হার এক দশমিক ৮৮ শতাংশ। অধিদফতর জানাচ্ছে, দেশের ৬৪ জেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় মাত্র দুই জেলায় রোগী শনাক্ত সংখ্যা দুই অঙ্কের ঘরে। বাকি ৬২ জেলায় শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এক অঙ্কের ঘরে।

দুই জেলার মধ্যে  ঢাকা বিভাগের ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় ১৭৫ জন আর চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় শনাক্ত হয়েছেন ২২ জন।

এছাড়া ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের শেরপুর, চট্টগ্রাম বিভাগের বান্দরবান, খাগড়াছড়ি ও ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট, রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা, খুলনা বিভাগের বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠি এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত নেই।