৫ জেলায় ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের আছেন দুজন করে। খুলনা বিভাগে মারা গেছেন একজন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলা আর গাজীপুর জেলায় একজন করে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় একজন করে আর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় মারা গেছেন একজন।
দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে মোট মারা গেলেন ২৭ হাজার ৮২৮ জন।

অধিদফতর আরও জানাচ্ছে, দেশের আট বিভাগের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। ২৭ হাজার ৮২৮ জনের মধ্যে ১২ হাজার ১৩৪ জন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে পাঁচ হাজার ৬৪৯ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ৪০ জন, খুলনা বিভাগে তিন হাজার ৫৯১ জন, বরিশাল বিভাগে ৯৪৫ জন, সিলেট বিভাগে এক হাজার ২৬৩ জন, রংপুর বিভাগে এক হাজার ৩৬৩ জন আর ময়মনসিংহ বিভাগে মারা গেছেন ৮৪৩ জন।