দেশে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। এর আগে গত ৮ মার্চ এ রোগে একজন মারা যান।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ৩১ জন। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ১৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৯ হাজার ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৯ হাজার ৪৯৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি পুরুষ। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি ময়মনসিংহে অবস্থান করছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।