ডেঙ্গুতে আরও দুই মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৫২ জন। এর মধ্যে ঢাকায় ১০৮ জন এবং ঢাকার বাইরে ৪৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯১ জন, যার মধ্যে দুইজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। আর এই মাসে এখন পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৩১২ জন।

শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭৯০ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৬৩৯ জন,আর বাকি ১৫১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২৩ হাজার ৫০৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২২ হাজার ৬২৮ জন।