স্বাস্থ্য বিভাগকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য বিভাগকে বিকেন্দ্রীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘বিশ্ব ক্যান্সার দিবস’ উপলক্ষে মহাখালীতে ক্যান্সার হাসপাতাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য বিভাগকে আমরা বিকেন্দ্রীকরণ করছি। প্রতিটি বিভাগে আমরা হাসপাতাল নিয়ে যাচ্ছি। এর মধ্যে অন্যতম হচ্ছে— জাপানের অর্থায়নে আট বিভাগে আটটি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে, যেখানে এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই  থাকবে।’

তিনি বলেন, ‘আট বিভাগে ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের ব্রাঞ্চ তৈরি করেছি। আরও হাসপাতাল আমরা করবো, যাতে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। যেভাবে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ঢাকায় আসার দরকার নেই। ঢাকায় এলে ব্যয় হয়। তাদের অনেক কষ্ট হয়। ঢাকার হাসপাতালগুলোর ওপর চাপ অনেক বেশি পড়ে।’

ডায়রিয়া-কলেরার মতো রোগ এখন আর নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সংক্রামক ব্যাধিটি অনেক বেশি ছিল। এমনও সময় ছিল, কলেরা-ডায়রিয়া হলে গ্রামকে গ্রাম উজার হয়ে যেত। ভালো চিকিৎসা ছিল না। আরও অন্যান্য রোগও ছিল। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের মধ্য দিয়ে এসব সংক্রামক ব্যাধিগুলো নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশে কলেরা-ডায়রিয়া বা অন্যান্য সংক্রামক রোগ এখন আর নেই। অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। তারপরও পুরোপুরি যায়নি এই পৃথিবী থেকে। করোনা এমন একটি ব্যাধি যে, পুরো পৃথিবীকে সংক্রমিত করেছে। কোটি কোটি লোক আক্রান্ত হয়েছে, লাখ লাখ লোক মৃত্যুবরণ করেছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে ৮টি বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল স্থাপনের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। এগুলো চালু হলে ঢাকায় আসতে হবে না। তাদের আর্থিক সাশ্রয় হবে। এর মাধ্যমে অনেকের জীবন বেঁচে যাবে। আমরা চাই,  আমাদের দেশের মানুষ ক্যান্সারে আক্রান্ত না হোক, কম হোক।’