মৃত্যু কমেছে ৮৩ শতাংশ

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনার স্বস্তিকর অবস্থায় রয়েছে দেশ। সংক্রমণ কমার ধারাবাহিকতা অব্যাহত আছে। অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় মৃত্যু কমেছে ৮৩ শতাংশেরও বেশি, শনাক্তের হার কমেছে ৪০ শতাংশ।

সোমবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদফতর করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (২১ মার্চ থেকে ২৭ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন ছয়জন।

গত সপ্তাহে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬৭৩ জন। আগের সপ্তাহে হয়েছিলেন এক হাজার ১২৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ হাজার ৭১৯টি। তার আগের সপ্তাহে পরীক্ষা হয়েছিল ৮০ হাজার ৪৯৮টি।

সেইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৩৩ জন। তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৯ হাজার ৫৮৫ জন।