শনাক্ত কমেছে ১১ শতাংশ

টানা ৬ দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৪৪ জন।

গতকাল ৪২ জন শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সেই হিসেবে আজ সোমবার (১৮ এপ্রিল) শনাক্ত কিছুটা বেড়েছে।

দেশে এখন করোনা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নতুন শনাক্ত কমেছে, কমেছে সুস্থ রোগীর সংখ্যা ও নমুনা পরীক্ষার সংখ্যাও।

১৮ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (১১-১৭ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তার আগের সপ্তাহেও (৪-১১ এপ্রিল) মারা গিয়েছিলেন একজন।

গত সপ্তাহে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২৬১ জন। তার আগের সপ্তাহে শনাক্ত ছিলেন ২৯৫ জন। নতুন শনাক্ত রোগীর হার কমেছে ১১ দশমিক পাঁচ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২৬৯টি। এর আগের সপ্তাহে হয়েছিল ৪৩ হাজার ৩০৫টি (কমেছে ১৩.৯ শতাংশ)।

করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়েছেন দুই হাজার ২০২ জন। আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন পাঁচ হাজার ১৩০ জন।