২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুজন মারা গেছেন, শনাক্ত হয়েছেন ৩১ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১৩০ জন, মোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২৬৪ জন। সোমবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৭ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ১৯৩ জন, এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ১ হাজার ১৫৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৬০৭টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৬৫৯টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৬৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৩৩ শতাংশ, মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী দুজনই পুরুষ। একজনের বয়স ৬১ থেকে ৭০ বছর। আরেকজনের ৪১ থেকে ৫০। দুজনই ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।