২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬২, শনাক্তের হার সাড়ে ৩ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি তবে শনাক্ত হয়েছেন ১৬২জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ১২৮ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন, শনাক্ত ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জন। মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৭৯  জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৬০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫৫২ টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৯৩  হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,  গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৪৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।