এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৩০০ শতাংশ

একসপ্তাহের ব্যবধানে করোনা শনাক্ত ২৯৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। পাশপাশি পরীক্ষা বেড়েছে ৫৩ দশমিক ৪ শতাংশ। সোমবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০১ জন শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন ২ জন। 

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, গত ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ২১২ জন; যা আগের সপ্তাহ থেকে ৩৮৩ শতাংশ বেশি। এরপর ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৮৪৬ জন; যা এর আগের সপ্তাহের তুলনায় ২৯৯ দশমিক ৯৯ শতাংশ বেশি। এছাড়া গত এক সপ্তাহে মৃত্যুবরণ করেছেন ৯ জন। 

শনাক্তের তথ্য বলছে, ঢাকায় শনাক্তের হার সবচেয়ে বেশি। নমুনার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২ হাজার ১০১ জনের মধ্যে ঢাকা শহরের আছেন ১ হাজার ৮০৬ জন। এছাড়া ঢাকা বিভাগে ১ হাজার ৯০০ জন, ময়মনসিংহে ১৪ জন, চট্টগ্রামে ১৩১ জন, রাজশাহীতে ৭ জন, রংপুরে ১০ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১৩ জন এবং সিলেট বিভাগে ৭ জন রয়েছেন।