ডেঙ্গুতে আরও ৪৯ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৯। তাছাড়া এই বছর এখন পর্যন্ত একজন ডেঙ্গুতে মারা গেছেন। এই মাসের দুইদিনে আক্রান্ত হয়েছেন ৭১ জন।

শনিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। আক্রান্তদের মধ্যে ৪৭ জনই ঢাকার এবং বাকি দুইজন ঢাকার বাইরে অবস্থান করছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৫১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকায় ১৪৫ জন এবং ঢাকার বাইরে ৬ জন ভর্তি আছেন। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ১৬০ জন রোগী ভর্তি হয়েছেন। আর ছাড়া পেয়েছেন এক হাজার ৮ জন।