করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৭০৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে একজন মারা গেছেন। এই সময়ে নতুন করে আরও ৭০৮ জনের ভাইরাসটি শনাক্ত হয়েছে। গতকাল দেশে শনাক্ত রোগী ছিল ৬৭৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৬৩ এবং মোট শনাক্ত রোগী ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৫১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮২৮টি। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ শতাংশ। মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী একজন পুরুষ এবং তিনি ঢাকায় অবস্থান করছিলেন।