২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৫৩৫ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৫৩৫ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৪৮০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৬৯ জন এবং শনাক্ত ২০ লাখ ২৬ হাজার ২১২ জন।

রবিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৭৪৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭২৭টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৯৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৪ দশমিক ৩৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ০৩ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী একজন নারী এবং তিনি রংপুরে অবস্থান করছিলেন।