করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চার জন মারা গেছেন। এই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৫ জন। গতকাল ৬৯ জন নতুন শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৩ জনের এবং শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ১৫২ জন।

রবিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫৪টি। এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৪ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৫৭ শতাংশ।

এদিন ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থতা লাভ করেছেন আরও ৩৬১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ৫০৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী চার জনের দুই জন পুরুষ ও দুই জন নারী। এর মধ্যে ঢাকায় দুই জন এবং বাকী দুই জন রাজশাহী ও ময়মনসিংহে অবস্থান করছিলেন।