করোনায় আরও এক মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ২২ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪৪১ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ৩২৭ জন।

বুধবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৯৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৯ জন। এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৮৮ হাজার ৯৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৯০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৩১৭টি। এখন পর্যন্ত এক কোটি ৫২ লাখ ১ হাজার ৮৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৯৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৪০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৬৩ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারী একজন পুরুষ। তিনি সিলেটে অবস্থান করছিলেন।