করোনায় আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ৯ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনের এবং শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ দিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ০ দশমিক ৪৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৩ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ২৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২২টি। এখন পর্যন্ত এক কোটি ৫২ লাখ ৭৬ হাজার ১৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৩৪ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৮ দশমিক ০৩ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

মৃত্যুবরণকারী একজন নারী। তিনি সিলেটে অবস্থান করছিলেন।

এখন পর্যন্ত মোট মৃত্যুর ৪ দশমিক ৬৩ শতাংশ সিলেটে। সেখানে এখন পর্যন্ত এক হাজার ৩৬৪ জন মারা গেছেন।