২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ১১ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে এ সময় শনাক্ত হয়েছেন ৬৫ জন। কোভিড-১৯ শুরুর পর এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণে মোট মারা গেছেন ২৯ হাজার ৪৪৮ জন এবং মোট শনাক্ত ২০ লাখ ৩৯ হাজার ৫৭১ জন।

শনিবার (৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ১১ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন এবং এখনও পর্যন্ত মোট সুস্থ ২০ লাখ ৬ হাজার ৩৩১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৪টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।