করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৫১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন। এ সময় শনাক্ত হয়েছেন ১৫১ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন এবং ২০ লাখ ৪০ হাজার ৯৬৬ জন শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৭ দশমিক ১৩ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৭ হাজার ১৫১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ১১৮টি, অ্যান্টিজেন টেস্টসহ দুই হাজার ১১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, মৃত একজন পুরুষ। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তিনি ঢাকায় অবস্থান করছিলেন।