গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এসময় ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হলো ২৯ হাজার ৪৬৪ জনের এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৩ হাজার ৪৮৫ জন।
শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭২২টি, অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২২টি। এই দিন শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ১০ হাজার ৩৮০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত ব্যক্তি একজন পুরুষ ছিলেন এবং তার বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি খুলনায় অবস্থান করছিলেন।