ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

আসন্ন ঈদের আগে বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বাড়ানোর আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক নেতাদের সঙ্গে বৈঠকে শেষে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে এই ঘোষণা দেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা। সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ইন্টার্ন চিকিৎসকদের বহুদিনের দাবি ছিল বেতন বৃদ্ধির। এই দাবির সঙ্গে প্রথম দিন থেকেই আমি সম্মতি দিয়েছি। আমি তাদের কথা শুনেছি, কয়েকবার তাদের সঙ্গে বসেছি। হাসপাতালকে বাঁচিয়ে রাখার জন্য এরাই সবচেয়ে বেশি কাজ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- তিনি বিষয়টি দেখবেন, তাদের কাজে যোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। ঈদের পরেই আমরা বলতে পারবো কবে তাদের বেতন বাড়বে।

পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, স্যার (ডা. সামন্ত লাল সেন) আমাদের আশ্বস্ত করেছেন, ঈদের আগে রেসিডেন্ট, নন-রেসিডেন্ট ও এফসিপিএস ট্রেইনিদের বকেয়া ভাতা পরিশোধ করা হবে। সেই সঙ্গে পরবর্তী এক মাসের মধ্যে ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে। ভাতা বাড়বে এই নিশ্চয়তা স্যার দিয়েছেন। আগামী এক মাসের জন্য আমাদের আন্দোলন স্থগিত করা হলো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের ভাতা না বাড়ালে বর্তমান বাজার দরে তাদের পক্ষে চলা খুব কষ্টকর। তাদের এই দাবির সঙ্গে আমি প্রথম দিন থেকেই একাত্মতা ঘোষণা করেছি। এটা খুবই যৌক্তিক দাবি। সব কিছু বিবেচনা করে আমি কয়েকবার চিকিৎসকদের সঙ্গে বসেছি, আমার কথার বাইরে তারা কখনই যায়নি। তারা যে পরিশ্রম করে, যেভাবে রোগীকে সেবা দেয়, তারাই কিন্তু একটা হাসপাতালের প্রথম অরনামেন্ট।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাদের ভাতা বৃদ্ধির বিষয়ে আজকেও আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, প্রধানমন্ত্রী বলেছেন– তাদের দাবি আমি অবশ্যই দেখবো। উনি আমাকে বলেছেন- চিকিৎসকদের কাজে ফিরে যেতে বলার জন্য। আমি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। উনি সেগুলো দেখে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। আমি ওদেরকে বলেছি যে আমাকে মাসখানেক সময় দাও, কবে নাগাদ ভাতা বাড়বে সেটা ঈদের পর বলতে পারবো। আমি আশা করি, আমার ছেলে-মেয়েরা আজকে থেকে কাজে যোগ দেবে।