ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছর একদিনে এটাই সর্বোচ্চ রোগী ভর্তির ঘটনা। গত এক দিনে মারা গেছেন ৩ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৯৬৬ জন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৪৯৫ জন, বাকি ১ হাজার ২১২ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।