আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের একটি নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র চালু হয়েছে ঢাকার মতিঝিল এলাকায়। এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআর,বির ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণাঞ্চলে বসবাসকারীদের সর্বোচ্চ আন্তর্জাতিক মান পূরণ করে এমন বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করেছে।
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের নতুন নমুনা কেন্দ্রের উদ্বোধন করেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবাই এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন। মতিঝিলের ইত্তেফাক মোড়ে (আরকে মিশন রোড) এই সেবা চালু হয়েছে।
এই প্রসঙ্গে ড. তাহমিদ আহমেদ বলেন, মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা পদ্ধতির উদ্ভাবন এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা আইসিডিডিআর,বির অন্যতম লক্ষ্য। আমরা স্বপ্ন দেখি বিশ্বের প্রতিটি মানুষ সুস্থ ও স্বাস্থ্যকর জীবন উপভোগ করবেন। পুরান ঢাকায় আমাদের ডায়াগনস্টিক পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভূমিকা রাখতে চাই। এই নতুন কেন্দ্রের মাধ্যমে সহজেই উচ্চমানের ডায়াগনস্টিক সেবা পাওয়া যাবে, যার মাধ্যমে সবাই আরো সুন্দরভাবে তাদের জীবন যাপন করতে পারবেন।
সিনিয়র লিডারশীপ টিমের সদস্য, ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির বলেন, দীর্ঘদিন ধরেই ঢাকার দক্ষিণ অঞ্চলে বসবাসকারীরা আমাদের কাছে বিভিন্নভাবে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের চাহিদার কথা জানিয়েছেন। আইসিডিডিআর,বিতে আমরা ডায়াগনস্টিক নির্ভুলতার সর্বোচ্চ মান নিশ্চিত করা, মান নিয়ন্ত্রণে ক্রমাগত বিনিয়োগ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটোকল অনুসরণ করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
নতুন নমুনা সংগ্রহ কেন্দ্রটি ইত্তেফাক মোড়ে লিলি পন্ড সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত। মতিঝিল, ওয়ারী, কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল, গেন্ডারিয়া, গোপীবাগ এবং কমলাপুরের বাসিন্দারা সহজেই এখানে এসে সেবা গ্রহণ করতে পারবেন। আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর আইসিডিডিআর,বির ঢাকা ও মতলব হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করে।
এ সময় উপস্থিত ছিলেন ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।