করোনা আক্রান্ত আরও ৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন তিন জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বছর এখন পর্যন্ত মোট করোনায় মোট মৃত্যুর হয়েছে ২৪ জনের।

রবিবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারি শুরু থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।