পুরুষের চেয়ে নারীর মৃত্যু বেশি

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। তাদের মধ্যে পুরুষ ২০ জন আর নারী ৩২ জন।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবারও করোনায় দৈনিক হিসাবে পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি ছিল। ওই দিন মারা যাওয়া ৫৬ জনের মধ্যে পুরুষ ছিলেন ১৯ জন আর নারী ৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ৭৩৬ জন। এদের মধ্যে পুরুষ ১৭ হাজার ২৫৯ জন আর নারী ৯ হাজার ৪৭৭ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে নারীর মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি আমাদের নজরে আছে এবং সংশ্লিষ্টরা এটি নিয়ে কাজ করছেন। তথ্য-উপাত্তগুলো এক জায়গায় আসার পরে আমরা নিশ্চিত তথ্য দিতে পারবো।